বরাক নদীর তীরবর্তী বাঁধ মেরামতের দাবিতে জেলা শাসকের হাতে স্মারকলিপি প্রদান

শিলচর, ৬ সেপ্টেম্বর : শিলচর কর্পোরেশনের সদ্য অন্তর্ভুক্ত ২৫ নম্বর ওয়ার্ডের বরাক নদীর তীরবর্তী বিভিন্ন বাঁধের সঠিক মেরামতের দাবিতে শুক্রবার সন্ধ্যায় জেলা শাসক মৃদুল যাদব মহাশয়ের হাতে স্মারকলিপি জমা দিল পরিবার এনজিও ও অগপের জেলা নেতৃবৃন্দ।
ভাগাডহর, বড়জুরাই, সাঙজুরাই, বেতুকান্দি, বেরেঙ্গা রিং বাঁধ এবং বাদরিঘাট এলাকার এম্ব্যাঙ্কমেন্ট ও ডাইকগুলোতে সিসি ব্লক বিছিয়ে মজবুত ও টেকসই করার পাশাপাশি পথচারীদের নিরাপদ যাতায়াতের দাবি তোলেন সংগঠনের সদস্যরা।
স্মারকলিপি প্রদান করেন পরিবার এনজিও-র সভাপতি আইনজীবী রিয়াজুল হক বড়ভূঁইয়া, সম্পাদক শারিকা আজমি বড়ভূঁইয়া, অগপের জেলা সম্পাদক মনিতন সিংহ ও সুজিত শর্মা প্রমুখ। জেলা শাসক মৃদুল যাদব বিষয়টি সরজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অগপ নেতা মনিতন সিংহ জানান, বৃহত্তর ভাগাডহর অঞ্চলের হাজারও মানুষ প্রতিদিন এই ভগ্নদশা বাঁধের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে পড়ে। তাই এই সমস্যার দ্রুত সমাধানে জেলা প্রশাসন ও বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এদিন পরিবার এনজিও-র সভাপতি আবেদ রসুল লস্কর, কোষাধ্যক্ষ তথা আইনজীবী রিয়াজুল হক বড়ভূঁইয়া, সদস্য আক্তার হুসেন লস্কর, নজরুল ইসলাম লস্কর, হাসিনা বেগম লস্করসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



