CUET পরীক্ষায় অনুপস্থিতদের ফের সুযোগের দাবিতে করিমগঞ্জের জেলা আয়ুক্তকে স্মারকপত্র
করিমগঞ্জ : তীব্র যানজট সহ বিভিন্ন সমস্যায় নির্ধারিত সময়ে CUET পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ছাত্রছাত্রীদের পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করেন করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ প্রতিনিধিরা৷
জেলা আয়ুক্তের মুখোমুখি হয়ে ছাত্রছাত্রীদের স্বার্থে বিষয়টি নিয়ে সক্রিয় ভূমিকা গ্রহণের আবেদন জানান, ছাত্র সংসদের কর্মকর্তারা৷ করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুস্মিত দেব এবং NSUI-র রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে বৃহস্পতিবার স্মারকপত্র প্রদান করেন৷
কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুস্মিত দেব বলেন, ২০২২ সাল থেকে Common University Entrance Test পরীক্ষা নেওয়া শুরু হয়৷ পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা National Testing Agency (NTA) এবছর পরীক্ষার দিন ধার্য করে ১৫-৩১মে পর্যন্ত৷ বরাক উপত্যকায় করিমগঞ্জ ও হাইলাকান্দিতে কোনও পরীক্ষা কেন্দ্র প্রদান করা হয়নি৷ শুধুমাত্র শিলচরে পরীক্ষা কেন্দ্র থাকায় করিমগঞ্জ ও হাইলাকান্দির ছাত্ররা চরম দুর্ভোগের শিকার হয়৷ করিমগঞ্জ থেকে ছাত্ররা মঙ্গলবার বিকেলে শিলচরে গিয়ে বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করেন৷
অন্যদিকে, বুধবার পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হওয়া ছাত্রছাত্রীরা যানজটের জন্য চরম দুর্ভোগে পরেন৷ দীর্ঘসময় পথে নষ্ট হয়ে যায় পরীক্ষার্থীর৷ ফলে নির্ধারিত সময়ে অনেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেননি৷ তাছাড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর অভিভাবকদের শিলচরে ছুটে যেতে হেনস্তা হতে হয় বলে জানান সুস্মিত দেব৷
বলেন, কলেজে ভর্তির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে ছেলেখেলা করা হয়৷ করিমগঞ্জ ও হাইলাকান্দিতে পরিকাঠামো থাকার পরও শুধু শিলচরে পরীক্ষা কেন্দ্র প্রদানের কী কারণ সে প্রশ্ন তুলে ধরেন সুস্মিত দেব৷
অন্যদিকে, NSUI রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী বলেন, করিমগঞ্জ ও হাইলাকান্দির ছাত্রছাত্রীদের সিংহভাগ পরীক্ষায় বসতে পারেনি৷ ফলে পুনরায় পরীক্ষা গ্রহণ করে কলেজে ভর্তির সুযোগ করে দিতে হবে৷ অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷
এদিন প্রতিনিধি দলে রাজদীপ রায়, শুভদীপ কংসবণিক, রোহন তালুকদার, আবুবক্কর চৌধুরী, মোহাম্মদ আকমল হুসেন প্রমুখ উপস্থিত ছিলেন৷