EducationBarak Valley

CUET : বরাকে সেন্টার, করিমগঞ্জে সোচ্চার AIDSO

করিমগঞ্জ : CUET পরীক্ষায় বাংলা এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ে পরীক্ষার centre বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায় করার দাবিতে সোমবার NTA chairman-র নিকট জেলা অতিরিক্ত উপায়ুক্ত আনিস রসুল মজুমদার মারফত স্মারকপত্র প্রদান করে AIDSO-র করিমগঞ্জ জেলা কমিটি৷

সংগঠনের জেলা সম্পাদিকা সঞ্চিতা শুক্লা বলেন যে, CUET পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান পরীক্ষার centre বরাক উপত্যকায় নেই৷ অথচ, অসম রাজ্যে স্নাতক স্তরে বাংলা বিষয় আবি’র অনুমোদনপ্রাপ্ত বেশিরভাগ কলেজে রয়েছে৷ এই বিষয়ে অবহিত থাকা সত্ত্বেও কিভাবে বাংলা বিষয়ের পরীক্ষা বরাক উপত্যকার বাইরে যথাক্রমে গুয়াহাটি, তেজপুর, যোরহাট, শিলং, আইজল ইত্যাদি স্থানে গ্রহণের ব্যবস্থা করা হয়েছে৷ এরফলে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের প্রায় চার-পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে-সব স্থানে পৌঁছাতে হবে যা যথেষ্ট ব্যয়বহুল৷

বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের অভিভাবকদের আর্থিক অবস্থা এমনিতেই খুব ভালো নয় তার ওপর কলেজ ভর্তির জন্য যে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে তাতে আগামীতে অনেকের পড়াশোনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে৷

এই অবস্থায় সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় যে, CUET পরীক্ষায় বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা centre বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায়ই করতে হবে অন্যথায় বিশাল সংখ্যক ছাত্রছাত্রী যোগাযোগ ও আর্থিক অসুবিধার জন্য পরীক্ষায় বসতে পারবে না৷ সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে, অতিসত্বর যদি এই অবস্থার বিহিত ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে AIDSO দীর্ঘ স্থায়ী ছাত্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে৷

Show More

Related Articles

Back to top button