EducationBarak Valley
CUET : সোচ্চার ডেভেলপমেন্ট ফোরাম

শিলচর পিএনসি ২১ মে – বিশ্ব বিদ্যালয়ে ভর্তির জন্য বাংলা ও ইভিএস বিষয়ের কমন ইউভারসিটি এন্ট্রান্স পরীক্ষার কেন্দ্র শিলচরে না করায় সামাজিক সংগঠন ড এপিজে আবদুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরাম ক্ষোভ প্রকাশ করেছে।
এই মর্মে ন্যাশনাল টেস্টিং এজেন্সি র ডিরেক্টর জেনারেলের কাছে প্রেরিত এক ইমেইলে ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে শিলচরে এই পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয়তার কথা বর্ণনা করে এই কেন্দ্র স্থাপনের দাবী জানিয়েছেন।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেলের অনুপস্থিতিতে এ বিষয়ে হারাণ দে এজেন্সির ডিরেক্টর বিনোদ কুমার সাহুর সঙ্গেও ফোনে কথা বলেন।