Barak ValleyAssamNorth-East
করিমগঞ্জ বইমেলায় সুচরিতা সিংহের ‘হমাজি’ সাহিত্য পত্রিকার উন্মোচন

করিমগঞ্জ ব্যুরো : কবি সুচরিতা সিংহ কর্তৃক সম্পাদিত ‘হমাজি’ নামের দ্বিভাষিক ষান্মাসিক সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক উন্মোচন হলো করিমগঞ্জ বইমেলায়। রবিবারের সাহিত্য আড্ডার অধিবেশনে পত্রিকাটির উন্মোচন করেন ড. গীতা সাহা ও বিদ্যুৎ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইমেলা কমিটির সম্পাদক গৌতম চক্রবর্তী, নারায়ন মোদক, জয়ন্তী নাথ, শিখা দাসগুপ্ত, শিবানী গুপ্ত, গৌতম চৌধুরী, সীমা শর্মা, বনানী চৌধুরী, সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন সহ বিশিষ্টজনেরা।
প্রত্যেকের হাতে একেকটা পত্রিকা উপহার স্বরূপ তুলে দেন সম্পাদিকা সুচরিতা সিংহ। অনেকেই আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান লেখিকাকে। বিভিন্ন ধরনের বই সংগ্রহ করে যত্ন সহকারে বই পড়ার আহ্বান জানান অতিথিরা।