Updates
DPM-DTSS পদের প্রার্থীদের Admit Card সংগ্রহ করতে আহ্বান
জনসংযোগ,করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের e-governance শাখায় DPM-DTSS পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে৷ এতে জেলার অতিরিক্ত আয়ুক্ত ও e-governance শাখার সদস্য সচিব জানিয়েছেন, লিখিত পরীক্ষার জন্য বাছাই হওয়া প্রার্থীদের Admit Card ১২ জুন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা আয়ুক্ত কার্যালয়ের নিম্নতলায় PFC ভবন থেকে সংগ্রহ করতে হবে৷ Card সংগ্রহ করার জন্য মৃগাঙ্ক রায়, JDAA-র সঙ্গে যোগাযোগ করা যেতে পারে৷ বিস্তারিত জেলা আয়ুক্ত কার্যালয়ের e-governance শাখায় পাওয়া যাবে৷