Barak Valley

SDO ও বিভাগীয় কর্মীদের নিয়ে নদীর বাঁধগুলো পরিদর্শন ডিসির

করিমগঞ্জ : করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকার নির্দেশক্রমে শুক্রবার বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন জেলাশাসক মৃদুল যাদব৷ জলসম্পদ বিভাগের SDO ও কর্মীদের সঙ্গে নিয়ে গান্ধাই, কাকড়া, কচুয়া, লঙ্গাই, সিংলা নদীর বাঁধগুলো পরিদর্শন করেন জেলাশাসক৷ সীমান্ত জেলার বন্যা সমস্যা সমাধানে সরকার যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে৷ জেলার ৩টি নদী কুশিয়ারা, লঙ্গাই ও সিংলার প্রায় ২৫ কিলোমিটার নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার৷ আগামী ৫ দিনের ভিতরে নদীর ভাঙা বাঁধের অংশ মেরামতের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে৷ রবিবার জেলার বন্যা পরিস্থিতি স্বচক্ষে প্রত্যক্ষ করে এমন আশ্বাস দেন অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা৷ করিমগঞ্জের বন্যাক্রান্ত এলাকা ও শহরের কিছু ত্রাণ শিবির পরিদর্শন করে জেলাশাসক কার্যালয়ে পর্যালোচনা বৈঠকও করেন মন্ত্রী৷ বৈঠকে জলসম্পদ বিভাগের কর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় থাকার পাশাপাশি জেলাশাসককে ৫ দিনের মাথায় বিভিন্ন বাঁধ পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট প্রেরণের নির্দেশ দেন অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা৷ মন্ত্রীর নির্দেশ অনুযায়ী, শুক্রবার বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন জেলাশাসক মৃদুল যাদব৷ শনিবার কার্যালয়ে বৈঠকে বসে সবকিছু নিয়ে আলোচনা করা হবে বলে জানান জেলাশাসক৷ বিস্তারিত প্রতিবেদন শীঘ্রই দিসপুরে প্রেরণ করা হবে বলে জানান জেলাশাসক৷

Show More

Related Articles

Back to top button