গোলাঘাটের মেরাপানিতে বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ শিশু সহ একই পরিবারের তিন সদস্য

গোলাঘাট, ২ এপ্রিল : গোলাঘাটের মেরাপানিতে বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন দু বছরের শিশু সন্তান সহ একই পরিবারের তিন সদস্য। বিষাক্ত মাশরুম খেয়ে যাঁরা অসুস্থ হয়েছে তাঁরা মেরাপানি বালিগুড়ি গ্রামের ফুপুলু বৰ্মণ, তাঁর পত্নী তরালি বৰ্মণ এবং দু-বছরের শিশু হেমন্ত বৰ্মণ।
জানা গেছে, গতকাল পার্শ্ববর্তী নাগাপাহাড় থেকে বুনো মাশরুম তুলে এনেছিলেন গৃহকর্তা ফুপুলু বৰ্মণ। রাতে ওই মাশরুম রান্না করে তাঁরা খেয়েছিলেন। রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকে শৌচ, বমি, সঙ্গে মাথা ঘোরার উপসর্গে আক্রান্ত হন পরিবারের তিন সদস্য। রাতেই তাঁদের মেরাপানি প্রাইমারি হাসপাতালে নিয়ে ভরতি করা হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের প্রাথমিক চিকিত্সার পর উন্নত চিকিত্সার জন্য সবাইকে গোলাঘাট সিভিল হাসপাতালে স্থানান্তর করতে পরামর্শ দেন ডাক্তার। কিন্তু অর্থের অভাবে দরিদ্ৰ পরিবারের সদস্যরা উন্নত চিকিত্সার জন্য গোলাঘাটে যেতে পারেননি। ফলে এখনও তাঁরা মেরাপানি প্রাইমারি হাসপাতালে চিকিত্সাধীন বলে জানা গেছে।