Barak ValleyAssamNorth-East

বাগেরসাঙ্গন থেকে ড্রাগস ও নগদ ৮ লক্ষ টাকা সহ গ্রেফতার যুবক

বাগেরসাঙ্গন (করিমগঞ্জ) : গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ সুরজ দত্ত বাগেরসাঙ্গন এলাকা থেকে ড্রাগস, নগদ ৮ লক্ষ সহ ফয়ছল আহমেদ নামের এক যুবককে গ্রেফতার করেছেন৷ জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতেই বাগেরসাঙ্গনের প্রয়াত বসির আহমেদের ঘরে হানা দিয়ে তাল পুত্র ফয়ছল আহমেদকে আটক করেন৷

একই সঙ্গে ফয়সলের ঘরে তল্লাশি চালিয়ে নগদ ৮ লক্ষ টাকা সহ ১৫১ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ সুরজ দত্ত৷ সোমবার দলবল নিয়ে ফয়ছল আহমেদের ঘরে হানা দেন গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ৷ ড্রাগস ব্যবসায়ী ফয়ছল আহমেদ সদর থানায় আটক রয়েছে৷ পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷

Show More

Related Articles

Back to top button