Barak Valley
আজ থেকে তিন দিন হইলাকান্দিতে গাড়িচালক ও সহকারীদের চোখ পরীক্ষা

জনসংযোগ, হাইলাকান্দি, ১৮ জুলাই : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে তিন দিন গাড়ির চালক এবং সহকারীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় বুধবার শহরের গভমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুলে, বৃহস্পতিবার অর্থাৎ 20 জুলাই আলগাপুরের পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে এবং শুক্রবার অর্থাৎ ২১ জুলাই আমালার পূর্বকিত্তারবন হাই স্কুলে বিনামূল্য ড্রাইবার ও সহচালকদের চোখ পরীক্ষা করা হবে । জেলার ড্রাইভার এবং সহচালকদেরকে এর সুযোগ নিতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। সকাল সাড়ে দশটায় প্রতিদিন এই শিবির গুলি শুরু হবে।