Barak ValleyBusiness
দশ লক্ষ টাকার ফেন্সিডিল বোঝাই লরি আটক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩ এপ্রিল।। আবারো ফেন্সিডিল বোঝাই লরি আটক করলো অসমের চুরাইবাড়ি থানার পুলিশ। এ নিয়ে পরপর সফলতার চূড়ায় অসম পুলিশ। সোমবার গৌহাটি থেকে আগরতলাগামী একটি কন্টেনার গাড়ি অসম গেটে প্রবেশ করতেই ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাস গাড়িটি আটক করে তল্লাশি করেন। আর তাতেই কেঁচো খুরতে সাঁপ বেরিয়ে এলো।
লরিতে অনলাইন সামগ্রীর ভেতরে এই ফেন্সিডিল গুলো লুকায়িত অবস্থায় ছিল। দশ কার্টুনে মোট দুই হাজার বোতল ফেন্সিডিল যার কালোবাজারি মূল্য দশ লক্ষ টাকা বলে জানান ইনচার্জ। তবে লরি চালক রঞ্জিত বৈশ্য ও ফেন্সিডিলের তত্ত্বাবধায়ক ডিংসান সাংমাকে পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হবে। এদিকে এই অনলাইন গাড়িটি গতি লজিস্টিক কোম্পানির বলে জানা গেছে।