Barak Valley
করিমগঞ্জের মকইভাঙ্গা ও চরগোলা থেকে উদ্ধার শিশু ও কিশোর শ্রমিক

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার বদরপুর থানার অন্তর্গত মকইভাঙ্গা বাজার থেকে এক শিশু শ্রমিক এবং জেলার চরগোলা বাজার থেকে আরেক কিশোর কর্মীকে উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার বদরপুর থানা থেকে পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে ডিসিপিও ইনচার্জ প্রিয়াঙ্কা ইয়ুমনাম, লেবার ইনস্পেক্টর মণিরু উদ্দিন আহমেদ এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি)-র সদস্য সত্যজিত দাস মকইভাঙ্গা বাজার ও চরগোলা বাজারে অভিযান চালিয়ে শিশু শ্রমিক ও কিশোর কর্মীকে উদ্ধার করেছেন।
উদ্ধারকৃ দুজনকেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। বিধিবদ্ধ অনুসারে শিশু শ্রমিক ও কিশোর কর্মীকে যারা নিয়োগ করেছেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এফআইআর দাখিল করা হবে বলে জানা গেছে।