Barak Valley
আজ হাইলাকান্দিতে মাইক্রোফাইনান্স ঋণগ্রহী তাদের “নো ডিউজ সার্টিফিকেট”

জনসংযোগ, হাইলাকান্দি, ১৫ অক্টোবর : হাইলাকান্দি জেলার মাইক্রো ফাইনান্স এর ঋণগ্রহীতাদের “নো ডিউজ সার্টিফিকেট”সোমবার বন্টন করা হবে। হাইলাকান্দি শহরের গভমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে বেলা আড়াইটায় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ঋণ গ্রহীতাদের হাতে এই সার্টিফিকেট তুলে দেওয়া হবে।