Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জে ১৮ অনূর্ধ্বদের সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় সামগ্রী বিক্রি নিষিদ্ধ

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জের জেলাশাসক এক আদেশে ২০০৩ সালের সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় সামগ্রী আইনের ৬ ধারার অধীনে সমগ্র করিমগঞ্জ জেলায় ১৮ বছরের অনূর্ধ্বদের এবং যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনও ব্যক্তি সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় সামগ্রী বিক্রি করতে পারবেন না বলে নির্দেশ জারি করেছেন।

২০০৩ সালের সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় সামগ্রী আইনের উল্লিখিত ধারার অধীনে এই আদেশ কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও দোকানি ১৮ বছরের কম বয়স্কদের সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় সামগ্রী বিক্রি করতে পারবেন না। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস আইনের ৭৭ ধারার অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জুভেনাইল জাস্টিস আইনের ৭৭ ধারার অধীনে বলা হয়েছে, কেউ যদি কোনও অপ্রাপ্তবয়স্কদের নেশা জাতীয় তরল পানীয় অথবা নিষিদ্ধ ড্রাগ অথবা তামাক জাতীয় সামগ্রী বা কোনও যোগ্য নিবন্ধীকৃত চিকিত্‍সকের পরামর্শ ছাড়া নেশা জাতীয় সামগ্রী প্রদান করেন অথবা তার কারণে দেওয়া হয় তবে তার বিরুদ্ধে কারাবাসের মতো শাস্তিমূলক ব্যবস্থা যা ৭ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

Show More

Related Articles

Back to top button