Barak Valley

লালা এফসিআই গুদামে ধান ক্রয় কেন্দ্রের সূচনা

হাইলাকান্দি, ১৮ ডিসেম্বর : হাইলাকান্দি জেলার লালা বাজার এফ সি আই গুদামে সোমবার থেকে ২১৮৩ টাকা কুইন্টাল মুল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্ধোধন হল।। এদিন গোদামে লালা ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে সরকারি মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্ধোধন করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে ।।

এ উপলক্ষে এফ সি আই গোদাম প্রাংগনে ভারতীয় খাদ্য নিগমের ডিভিশ্যনাল ম্যানেজার সন্দিপন বরঠাকুরের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাইলাকান্দির এডিশ্যনাল ডিস্ট্রিক্ট কমিশনার এল খিয়েংতে, ভারতীয় খাদ্য নিগমের এজিএম অমূল্য কে এন, , লালার সার্কল অফিসার ভাস্করজ্যোতি তালুকদার,, জেলা খাদ্য ও সরবরাহ বিভাগের এডিএস দ্বীপেন কুমার শর্মা, লালা এফসিআই গোদামের ইনচার্জ মাগনু সিংহ, এফ সি আই আধিকারিক বিশ্বজিৎ দেবনাথ, রোহিত রায় প্রমুখ অংশ নেন।।

এদিন প্রতি ক্যুইন্টল ২১৮৩ টাকা মুল্যে ধান ক্রয় প্রক্রিয়ার সূচনা করে জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে কৃষক চাষীদের আয় দ্বিগুন করতে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন গনমূখী প্রকল্পের সফল রূপায়নে সবার সহযোগিতা কামনা করেন।

ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবরে গৌতম এদিন হাইলাকান্দি জেলার কৃষক চাষীদেরকে তাদের অতিরিক্ত ধান বিক্রয়ের আহবান জানিয়ে বলেন, হাইলাকান্দি জেলার লালা বাজার এফ সি আই এবং বোয়ালিপারে সরকারের পক্ষ থেকে ধান ক্রয় কেন্দ্র খোলা হয়েছে ।।যেখানে প্রতি ক্যুইন্টল ২১৮৩ টাকা মুল্যে ধান ক্রয় করা হবে।। বাজারের চাইতে বেশি মুল্যে ধান ক্রয় করছে সরকার।।৷ ওই দুই কেন্দ্রে ধান বিক্রয় করলে কৃষকরা বিভিন্ন ভাবে উপকৃত হবেন।। কৃষক চাষীদের পুরো তথ্য সরকারি নথিপত্রের ডাটায় যেমন আসবে তেমনি বিভিন্ন সময়ে তারা ট্যাকনিকেল সাপোর্ট চাষাবাদের জন্য ট্র‍্যাক্টর, সহ বিভিন্ন যন্ত্রপাতি, প্রধানমন্ত্রী কিষান, প্রধানমন্ত্রী ফসল বীমা সহ বিভিন্ন ধরনের বীমার সুযোগ সহজেই পেতে পারবেন।। কারন তাদের পুরো তথ্য সরকারি নথিপত্রে নথিভুক্ত থাকবে।।

ডিসি হিভারে হাইলাকান্দি জেলার কৃষকদেরকে জেলার বাইরে ধান বিক্রি না করতে রীতিমতো সতর্ক করে দিয়ে বলেন, ইতিমধ্যে জেলার বাইরে পাচারের পথে লক্ষীনগর ফাঁড়ি পুলিশ বেশ কিছু ধান বাজেয়াপ্ত করেছে।। তিনি চাষীদেরকে ধান ক্রয় কেন্দ্রে এসে নাম রেজিষ্ট্রেশন সহ ধান বিক্রির ফর্ম পূরণ করতে পরামর্শ দিয়ে বলেন, ধানের স্যাম্পুল প্রথমে ক্রয় কেন্দ্রে জমা দিতে হবে ।। এ ব্যাপারে কোন অসুবিধা হলে সার্কুল অফিস ডিসি অফিস অথবা কৃষি বিভাগীয় আধিকারিকদের অফিসের সঙ্গে যোগাযোগ করতে ডিসি তার বক্তব্যে জানান।এর আগে শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে উদ্দেশ্য ব্যাখ্যা করে ভারতীয় খাদ্য নিগমের ডিভিশ্যনাল ম্যানেজার সন্দিপন বরঠাকুর।।

তিনি বলেন, কৃষকরা ধান বিক্রির ৪৮ ঘণ্টার মধ্যে ডিবিটি-র (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) মাধ্যমে টাকা পেয়ে যাবেন। লালা বাজার এফ সি আই ক্যাম্পাসে ধান ক্রয় কেন্দ্রে এবছর পাঁচ হাজার মেট্রিকটন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ।। তাছাড়া ধান ক্রয় কেন্দ্রে কৃষক চাষীদের জন্য কমপ্লেন সেন্টার খোলা থাকবে।। যে কোন অভাব অভিযোগ ওই কেন্দ্রে জানাতে পারবেন। আটচল্লিশ ঘন্টার মধ্যে তা সমাধান করা হবে।।। ছবি: ফিতা কেটে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করছেন ডিসি নিসর্গ হিভারে। সোমবার লালা এফসিআই গুদামে। দুই নম্বর ছবিতে ভাষণ দিচ্ছেন ডিসি নিসর্গ হিভারে

Show More

Related Articles

Back to top button