Barak Valley
বাড়ি বিক্রি নিয়ে সৃষ্ঠ মতানৈক্যের নিরসন

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. মণিশঙ্কর দাশগুপ্তের শম্ভুসাগর পার্ক রোডের বাড়ি বিক্রি করা নিয়ে প্রতিবেশী বিষ্ণুপদ নাগের সৃ্ষ্ট ভুল বোঝাবুঝি নিরসনের বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ অরবিন্দ পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন ডা. দাশগুপ্ত ও বিষ্ণুপদ নাগ৷ এতে পারস্পরিক যথোপযুক্ত শিষ্ঠাচার বিনিময়ের মধ্য দিয়ে উভয়ের সমস্ত ভুল বোঝাবুঝির নিরসন হয়৷ উপস্থিত ছিলেন পদ্মাবতী মজুমদার, সুলেখা দত্তচৌধুরী, বিমান বিহারী সিনহা, জগদীশ চন্দ্র বণিক, দীপক পুরকায়স্থ, রবীন্দ্র দেব, সুব্রত ভট্টাচার্য, সুখেন্দু দাস, অমৃতলাল বণিক, মল্লিক দাস চৌধুরী, অনুপ বণিক, দেবী রায় ও ড. নির্মল সরকার প্রমুখ৷