Barak Valley

স্মার্ট মিটার : বদরপুরে সড়ক অবরোধ কংগ্রেসের

বদরপুর : স্মার্ট মিটার প্রত্যাহারের জন্য বদরপুরে উত্তাল প্রতিবাদ করেন করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস ও বদরপুর ব্লক কংগ্রেস কর্মীরা৷ মঙ্গলবার এই উত্তাল প্রতিবাদে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস রাজ্য সভাপতি জুবের এনাম, কংগ্রেস সংখ্যালঘু বিভাগের রাজ্য চেয়ারম্যান সলমান খান, করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমদ, করিমগঞ্জ সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান মোস্তাক আহমদ প্রমুখ৷ এদিন কয়েক হাজার প্রতিবাদী বদরপুর এএসটিসি কমপ্লেক্স থেকে এই প্রতিবাদী মিছিল বের করে বদরপুরঘাটে গিয়ে প্রায় ঘন্টাখানেক জাতীয় সড়ক অবরোধ করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আকাশ-বাতাস মুখরিত করে প্রতিবাদ জানান৷ প্রশাসন ছিল কঠোর, জাতীয় সড়ক অবরোধ মুক্ত করতে শতাধিক প্রতিবাদীকে গ্রেফতার করে বদরপুর থানায় নিয়ে আসে পুলিশ৷ অবশেষে প্রতিবাদী দলের এক প্রতিনিধি মণ্ডল রিজিওনাল ম্যানেজারের দপ্তরে স্মার্ট মিটার প্রত্যাহারের জন্য একটি স্মারকলিপি তুলে দেন৷ দাবি যদি কার্যকরী না হয়, ভবিষ্যতে জোরদারভাবে গণআন্দোলন গড়ে তোলা হবে৷

Show More

Related Articles

Back to top button