Barak Valley
তরুণ কবি দেবাশীষের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ “অনুপ্রেরণার উৎস”

প্রকাশিত হলো বরাক উপত্যকার কাছাড় জেলার অন্তর্গত ছোটজালেঙ্গার এক সাধারণ পরিবারের দেবাশীষ দেবের প্রথম কাব্যগ্রন্থ “অনুপ্রেরণার উৎস”। তরুণ কবি দেবাশীষ, উনার কাব্যগ্রন্থটি বর্তমান যুব সমাজকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। যারা এই জীবনের কয়েকটি ধাপ উঠে মূর্ছে পড়েছে তাদের এই কবিতাগুলো আবার নতুন পথে অগ্রসর হওয়ার প্রেরণা যোগানোর সহিত নতুন আলোর সন্ধান দেবে।
মনের জোর হলো সবচেয়ে বড়ো জোর। হেরে যাওয়া মনকে আবার জ্যান্ত করে তুলবে কবির এই সহজ সরল অত্যন্ত আকর্ষণীয় কবিতাগুলি। কবির এটি প্রথম কাব্যগ্রন্থ এবং কোনো জিনিস “প্রথম” হলে এর অনুভূতিই অন্যরকম।