Science & Technology centre হচ্ছে করিমগঞ্জে

করিমগঞ্জ : AIDC-র তরফে cold storage ও cold chain-র plan estimate তৈরী করা হয়েছিল আগেই৷ ওই plan estimate কেন্দ্র সরকারের কাছে পাঠানোও হয়েছিল৷ কিন্তু কেন্দ্র অর্থ মঞ্জুর করেনি৷ তবে food park-র জন্য অর্থ মঞ্জুর চলতি মাস অথবা মে মাসে হতে পারে৷ AIDC-র অধীন মাইজগ্রামের ২টি industrial project নিয়ে একথা জানালেন AIDC-র প্রাক্তন chairman মিশন রঞ্জন দাস৷
রবিবার তিনি জানান, ২৫ বিঘা জমিতে যে project তৈরি হবে এর অর্থ কেন্দ্র সরকারের তরফে দেওয়া হবে৷ আর maching share দেবে রাজ্য সরকার৷ বলেন, তাঁর ধারণা plan estimate অনুযায়ী কাজ হবে এবং এর ফলে এলাকা উন্নত হবে৷
তিনি জানান, সরকার উন্নয়নমুখী কাজ করছে৷ কেন্দ্র ও রাজ্য সরকার উন্নয়নকে প্রাধান্য দিয়ে বিভিন্ন project চালু করছে৷
তিনি জানান, cold storage ও cold chain স্থাপনের জন্য AIDC যে ১৯ বিঘা জমি পেয়েছিল, সেখান ১৯ বিঘা জমি Science & Technology centre-কে দিতে প্রস্তুত AIDC.
মাইজগ্রাম কুকুরিবস্তি মৌজায় থাকা ওই জমি পরিদর্শন করেছেন উত্তর করিমগঞ্জের মন্ডল বিজেপি সভাপতি পাপলু দেব সহ স্থানীয়দের সঙ্গে নিয়ে৷
Science & Technology centre স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শনের পর তিনি জানান, এখানে ওই project তৈরির সুন্দর জায়গা রয়েছে৷ করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব কিছুদিন আগে সংশ্লিষ্ট বিভাগের director-র কাছে জমি সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছেন৷
২০২১ সালে আসাম সরকার AIDC-কে ওই মৌজায় ১৯ বিঘা জমি বরাদ্দ করেছিল cold storage ও cold chain স্থাপনের জন্য৷ Science & Technology centre স্থাপনের জন্য বিভাগ করিমগঞ্জ শহরের পাশে উপযুক্ত ১০ বিঘা জমি না পাওয়ায় জেলাশাসক ও circle officer মিশনরঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করেন৷ এরপর বৃহত্তর স্বার্থে ওখান থেকে ১০ বিঘা জমি দিতে রাজি হন বলে জানান তিনি৷
মাইজগ্রাম ও বদরপুরে ২টি জায়গা দেওয়া হয়েছিল৷ কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য নাকি সংশ্লিষ্ট বিভাগের খুব পছন্দ হয়নি মাইজগ্রামের জমি৷ যদিও প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷
তিনি জানান, রাস্তার সমস্যা সমাধান সম্ভব৷ ফলে Science & Technology centre সেখানে হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷