কৃষি ফলনের মঙ্গল কামনায় হাইলাকান্দিতে কাতিবিহু উদযাপন

জনসংযোগ, হাইলাকান্দি, ১৮ অক্টোবর: হাইলাকান্দি জেলা কৃষি বিভাগের উদ্যোগে বুধবার হাইলাকান্দিতে কাতিবিহু পালন করা হয়। এদিন সন্ধ্যায় লালা বাইপাস এর সম্মুখে লালাপুরে ক্ষেতের মাঠে কাতি বিহু উদযাপন উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করে কৃষি উৎপাদনের মঙ্গল কামনা করা হয়। জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতিন চৌধুরী, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর বিজয় ছেত্রী সহ কৃষি বিভাগের এ ডি ও এবং বিশিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। মীন উন্নয়ন এফ পি সি, লালা এফ পি সি এবং আলগাপুর এফ পি সি র কর্মকর্তারাও এতে অংশ নেন।
এদিন প্রদীপ প্রজ্জ্বলন করার আগে কাতি বিহু উদযাপন উপলক্ষে প্রাসঙ্গিক বক্তব্যে জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতিন চৌধুরী, সহ বিশিষ্টরা কৃষিজাত ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য মারাত্মক রোগ ব্যাধি, নির্মূলের পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এতে কৃষকদের মধ্যে জৈবিক সার ও কীটনাশক বিতরণ করা হয়।