Barak Valley

অপ্রীতিকর ঘটনা এড়াতে করিমগঞ্জে পুলিশের টহল

করিমগঞ্জ : মিঞা হটাও আন্দোলনের নামে উত্তপ্ত হয়ে রয়েছে উজান অসম৷ এর প্রভাব যাতে করিমগঞ্জে না পড়ে সে জন্য তৎপর রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ৷ মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে শহরে টহল দিয়েছেন জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থপ্রতিম দাস৷ পরে জেলাশাসক বলেন, করিমগঞ্জের পরিস্থিতি অনুকূল রয়েছে৷ সীমান্ত জেলায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তৎপর রয়েছে জেলা প্রশাসন সহ পুলিশ বিভাগ৷ ফলে টহল দিয়েছেন তাঁরা৷ আগামী ৩দিন শহরে এভাবে টহল দেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক৷

Show More

Related Articles

Back to top button