Barak ValleyBusiness

করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভের সদস্য তালিকার খসড়া প্রকাশ, সংশোধনীর আবেদন ৩০ এপ্রিলের মধ্যে

করিমগঞ্জ, ২৪ এপ্রিল : অসম সমবায় আইনের ২৬ (৩) ধারা অনুসারে করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের ২০২৩-২৪ সালের সদস্য তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে।

দ্যা করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের ভারপ্রাপ্ত সম্পাদক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রকাশিত সদস্য তালিকায় যদি কোনও মৃত ব্যক্তির নাম অথবা অন্যান্য ত্রুটি থাকে তবে তা সংশোধনের জন্য এবং মৃত সদস্যদের উত্তরাধিকারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র সহ আবেদন আগামী ৩০ এপ্রিলের মধ্যে সমিতির কার্যালয়ে সম্পাদকের কাছে দাখিল করতে হবে।

এছাড়া জানানো হয়েছে, সমবায় বিভাগের পঞ্জিয়কের নির্দেশে সদস্য তালিকায় সদস্যদের মোবাইল নম্বর, বয়স ইত্যাদি থাকা আবশ্যক। তাই সব সদস্যের বয়সের প্রমাণপত্র, মোবাইল নম্বর এবং আধার কার্ডের ফটোকপি ৩০ এপ্রিলের মধ্যে সমিতির কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

৩০ এপ্রিলের পর কোনও ধরনের আপত্তি গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে। সমবায় আইন এবং পঞ্জিয়কের নির্দেশ অনুসারে আগামী ১০ মে সমিতির চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button