Barak Valley

পূজার প্রায় সপ্তাহ আগেই আলোকসজ্জা শুরু

করিমগঞ্জ : কালীপূজার ৬ দিন আগেই রক্তিমাভ ক্লাবের আলোকসজ্জা শুরু হয়েছে৷ শুক্রবার সন্ধ্যায় স্টেশন রোডে রক্তিমাভ ক্লাবের আলোর গেট জ্বালিয়ে দেওয়া হয়৷ আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে অযোধ্যায় রাম মন্দির, দাঁড়িয়ে আছেন স্বয়ং রামচন্দ্র৷ আলোর জ্বলজ্বল করা এই সুন্দর গেট দেখতে স্টেশন রোডে ভিড় জমে যায়৷ অনেকেই গাড়ি থামিয়ে গেট দেখছেন৷ ফলে এদিন সন্ধ্যায় একপ্রকার অলিখিত ট্রাফিক জ্যাম হয়ে পড়ে৷ পথচারীদের অনেকে গেটের ছবি তোলার হুড়োহুড়ি পড়ে যায়৷

এদিকে, ক্লাব রক্তিমাভর পূজার চর্চা গোটা অসমে চলছে৷ এছাড়া সপ্তর্ষি ক্লাবকে ধরে নবজাগরণ ক্লাব, শৌভনিক ক্লাব সহ কয়েকটি পুজোর মধ্যে প্রতিযোগিতা জমে উঠেছে৷ জেলা সদরে যে ভিড় সামলাতে প্রশাসনের হিমশিম খেতে হবে তাতে সন্দেহের কোন অবকাশ নেই৷

Show More

Related Articles

Back to top button