কটামণির উচ্ছেদকৃতদের পাট্টা প্রদানের দাবি আমসার

লোয়াইরপোয়া : করিমগঞ্জ জেলার পাথারকান্দি সমষ্টির লোয়াইরপোয়া ব্লকের ইচাবিল জিপির কটামণি এলাকার উচ্ছেদিত জনগণকে অনতিবিলম্বে প্রয়োজনীয় জমির পাট্টা পাইয়ে দিতে মুখ্য়মন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসককে স্মারকপত্র প্রদান করল ইসলামিক ছাত্র সংগঠন অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আমসা)।
আজ সোমবার আমসা-র কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে সংস্থার এক প্রতিনিধি দল ডিসি মৃদুল যাদবের সাথে দেখা করে মুখ্য়মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্রটি তুলে দেন। প্রদত্ত স্মারকপত্রে লেখা হয়েছে, ভূমিহীন মানুষদের জন্য় সরকার মিশন বসুন্ধরা-র কাজ হাতে নিলেও তার সিকিভাগ সুফল পাচ্ছেন না পাথারকান্দির প্রকৃত ভুমিহীন জনগণ। বর্তমান বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা আকাশের নীচে বহু উচ্ছেদিত পরিবারকে ত্রিপলের নীচে জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাতে হচ্ছে। এলাকার উচ্ছেদিত অনেকেরই উপযুক্ত জমি-মাটির রেকর্ডপত্র থাকা সত্ত্বেও তাদের কথায় কেউ কর্ণপাত করছেন না। প্রকৃত ভারতীয় নাগরিক হয়েও তাদেরকে হয়রানির মুখে পড়তে হয়েছে। এ সব লাঞ্ছিত পরিবারের দুর্দশা খতিয়ে দেখে তাদেরকে প্রয়োজনীয় জমির পাট্টা প্রদানে সরকারকে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান আমসার কর্মকর্তারা।
প্রদত্ত স্মারকপত্রে সংস্থার পক্ষে অন্যান্যদের মধ্যে হস্তাক্ষর করেছেন আরিফ উদ্দিন, আলি হুসাইন, কবির আহমেদ, আলম উদ্দিন প্রমুখ।