Barak ValleyAssamNorth-East
করিমগঞ্জ শম্ভু সাগরের শহিদ বেদিতে সুদেষ্ঞা সিনহাকে শ্রদ্ধাঞ্জলি

করিমগঞ্জ : বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা শহিদ সুদেষ্ঞা সিনহার ২৭তম আত্ম বলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ বৃহস্পতিবার সমিতির পক্ষে কেন্দ্রীয় শহিদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন স্বপন বণিক, ড. গীতা সাহা, গৌতম চৌধুরী, বিষ্ণুপদ নাগ, রিতা পুরকায়স্থ, তুতিয়র রহমান, প্রতীমরাজ ভট্টাচার্য, নির্মাল্য দাস, সুপ্রিয় দাস, সঞ্চিতা ভট্টাচার্য, চান্দ্রেয়ী দেব, ছন্দা দাম, সুচরিতা সিনহা প্রমুখ৷