করিমগঞ্জের লোয়াইরপোয়ায় বিজেপি তফশিলি জাতি মহিলা মোর্চার সভা অনুষ্ঠিত

লোয়াইরপোয়া, ১০ এপ্রিল : করিমগঞ্জ জেলার অন্তৰ্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন লোয়াইরপোয়ায় বিজেপি তফশিলি জাতি মহিলা মোর্চার সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দিনব্যাপী ঠাসা কার্যক্রমের মধ্য দিয়ে লোয়াইরপোয়া বিজেপি ব্লক মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে তফশিলি জাতি মহিলা মোর্চার সভা শুরু হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ব্লক মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী নিভা গোয়ালা। দলের তফশিলি জাতি মহিলা মোর্চার কার্যকর্ত্রী সহ এই মণ্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এদিনের সভায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রায় ৩০ জন বয়োজ্যেষ্ঠ পুরুষ ও মহিলাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। এর আগে আজকের অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃত্বদের উত্তরীয় পরিয়ে বরণ করেন মহিলা মোর্চার পদাধিকারীরা।
পরে ক্রমান্বয়ে বক্তব্য পেশ করেন বিজেপির হৃষিকেশ নন্দি, শান্তিলাল সিনহা, কৃষ্ণ দাস সহ অন্যরা। প্রত্যেক বক্তাই নিজ নিজ বক্তব্যে দলের ৪৪-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে সামাজিক ন্যায় সপ্তাহ পালন হেতু সাংগঠনিক পর্যায়ে প্রতিটি শাখা কমিটিতে গৃহীত কার্যসূচির কথা উল্লেখ করেন। তাছাড়া তাঁরা বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বর্ণনা করেন।
বিধায়ক পাল তাঁর বক্তব্যে আসাম মিলেট মিশনের মাধ্যমে মিলেট চাষের মাধ্যমে কীভাবে কৃষকরা উপকৃত হবেন সে সম্পর্কে বিস্তৃত তথ্য তুলে ধরেন। আজকের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির অমিতাভ দে, সোনালী চৌধুরী, স্বপন দাস, কিশোর চৌধুরী, জবা নাগ, শ্যাম আকুড়া, সঙ্গীতা সিনহা, রামসকল কৈরি, মধুসূধন লোহার, মিলনকুমার দাস প্রমুখ।