Barak Valley
হাইলাকান্দি শহরে পুলিশের ফুট মার্চ

জনসংযোগ, হাইলাকান্দি, ২৯ আগস্ট : বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের মনে আস্থাবর্ধক পদক্ষেপ হিসেবে হাইলাকান্দি শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের এক ফুট মার্চ বের করা হয়। এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লাইরহলু খেনতে-র নেতৃত্বে এই ফুট মার্চে ম্যাজিস্ট্রেটরাও অংশ নেন। হাইলাকান্দি শহরের পুলিশ রিজার্ভ থেকে মার্চটি বের করা হয় এবং শহরের প্রধান প্রধান সড়কগুলি তা পরিক্রমা করে। এদিকে গতকাল, বুধবার দিন কাটলিছড়ায়ও অনুরূপ একটি ফুট মার্চ বের করা হয়। জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এডিশনের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অমিত পারবোসা এই ফুট মার্চের নেতৃত্ব দেন।