Barak Valley
করিমগঞ্জের মোবারকপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গুদাম

করিমগঞ্জ, ১২ নভেম্বর : করিমগঞ্জের মোবারকপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে গুদাম ঘর। জানা গেছে, শনিবার গভীর রাতে মোবারকপুরে বিএসএফ ক্যাম্পের পার্শ্ববর্তী জনৈক সুনীল সরকারের গুদাম ঘরে সংঘটিত অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় গোটা গুদাম ঘর।
ঘটনায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সদর থানা থেকে পুলিশের দল এবং দুটি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কোনও কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার লক্ষ টাকা হবে বলে জানান গুদাম মালিকের এক নিকটাত্মীয়।