Barak Valley

করিমগঞ্জে ২৪ ঘণ্টা সচল জলসম্পদ বিভাগের কন্ট্রোলরুম

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জে ২৪ ঘণ্টা কার্যকরী থাকা জলসম্পদ বিভাগের কন্ট্রোলরুম খোলা হয়েছে। করিমগঞ্জ জলসম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার এক নির্দেশে প্রতিদিন সকাল ৬-টা থেকে বেলা ২-টা, বেলা ২-টা থেকে রাত ১০টা এবং রাত ১০টা থেকে পরেরদিন সকাল ৬-টা পর্যন্ত অর্থাত্‍ তিনটি শিফটে ২৪ ঘণ্টা কার্যকরী থাকা এই কন্ট্রোল রুমে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ করে তাঁদেরকে দায়িত্ব সমঝে দিয়েছেন।

এই কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে থাকবেন সাব-ইঞ্জিনিয়ার গ্রেড-১ ভূপেশ ভট্টাচার্য (মোবাইল ফোন নম্বর ৮৭৬১৯৫৫৫২৭) এবং সাব-ইঞ্জিনিয়ার গ্রেড-২ জহরজ্যোতি নাথ (মোবাইল ফোন নম্বর ৮৭২১৯১২৫০৪)। বর্ষার সময় সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে জনগণের সুবিধার স্বার্থে ১ মে থেকে এই কন্ট্রোলরুম কার্যকরী হয়েছে।

Show More

Related Articles

Back to top button