Barak Valley
বাঘন জিপির বিজয়ী সভানেত্ৰীর শপথ গ্রহণ ১১ জুলাই

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন ৩৫ নম্বর বাঘন গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনে নির্বাচিত সভানেত্রীর শপথগ্রহণ মঙ্গলবার লোয়াইরপোয়া খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের জেলাশাসক এক আদেশে লোয়াইরপোয়ার খণ্ড উন্নয়ন আধিকারিককে তাঁর কার্যালয়ে ১১ জুলাই, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাঘন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা এবং সদ্য নির্বাচিত সভানেত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত করতে নির্দেশ দিয়েছেন।