পাথারকান্দির সোনাখিরায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতগৃহ

পাথারকান্দি, ১১ এপ্রিল : চৈত্রের প্রচণ্ড দাবদাহের মধ্যে মঙ্গলবার বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাথারকান্দির কলকলিঘাট জিপির সোনাখিরায় এক গৃহস্থের একটি পাকা বসতগৃহ সহ আসবাবাপত্র ইত্যাদি পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, এদিন বিকাল তিনটা নাগাদ স্থানীয় দেবতোষ বৈদ্যের রান্না ঘরে খড়ের উনুন থেকে অসাবধানতাবশত অগ্নিকাণ্ডের সূচনা হয়।
বাইরে প্রচণ্ড রোদ থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নিজেদের সাধ্য়মতো প্রচেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করলেও ব্য়র্থ হন। খবর যায় পাথারকান্দি অগ্নিনির্বাপক কেন্দ্রে। ততক্ষণে চোখের সামনে বেশকয়েকটি কোঠাবিশিষ্ট ঘরের সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
পরে ফায়ার ব্রিগ্রেড সহ স্থানীয় থানার ওসি সমরজিত্ বসুমতারি দলবল নিয়ে অকুস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনেন। এতে অবশ্য় রক্ষা পায় আশপাশের বাড়ি ঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা বলে দাবি করা হচ্ছে।