এরালিগুলের পন্ডিত দীনদয়াল মহাবিদ্যালয়ে যুব রেডক্রস ইউনিটের উদ্বোধন

জনসংযোগ, করিমগঞ্জ, ২৮ মে : করিমগঞ্জের ঈরালিগুলের দীনদয়াল মহাবিদ্যালয়ে যুব রেড ক্রস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহাবিদ্যালয়ের উপ-অধ্যক্ষ সতীনাথ পালের কৃতজ্ঞতা প্রকাশ ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
যুব রেড ক্রস ইউনিট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি (আইআরসিএস) করিমগঞ্জ জেলা শাখা গাইনোকোলজিস্ট এবং মেডিকেল অফিসার ডা. সুপর্ণা লালা । উপস্থিত থাকেন আইআরসিএস করিমগঞ্জ জেলা শাখার অন্যান্য সদস্য এবং মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও ছাত্র-ছাত্রীরা ।
অনুষ্ঠানে রেডক্রসের সমাজসেবামূলক নানবিধ কাজকর্ম নিয়ে বক্তব্য রাখেন গৌরব রায় ও দিব্যজ্যোতি দাস৷ তাঁরা ইয়ুথ রেডক্রসের নীতি ও কাজগুলির উপর বক্তব্য রাখেন৷
ঐক্যতা ও দেশপ্রেমকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মানবিক মূল্যবোধের প্রচার এবং সমাজে অবদান রাখার প্রচেষ্টায় যুবকদের ক্ষমতায়ন করা।
অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান তথা সহকারী অধ্যাপক ড. রাজীব পাল এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক চয়নিকা ডেকা। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রযুক্তিগতভাবে সাহায্য করেছিলেন পরিসংখ্যান বিভাগেরই সহকারী অধ্যাপক কৌস্তুভ দত্ত।