Barak Valley
প্লাস্টিকের পানীয় জলের বোতল ব্যবহার নিষিদ্ধ

জনসংযোগ, হাইলাকান্দি, ২৯ আগস্ট : রাজ্য সরকার প্লাস্টিকের পানীয় জলের বোতল এবং সিঙ্গুল ইউজ প্লাস্টিক আইটেমের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন। সরকারি সভা, জনসভা, সামাজিক সমাবেশ ইত্যাদিতে ব্যাপকভাবে প্লাস্টিক পানীয় জলের বোতল সহ প্লাস্টিক সামগ্রী ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হবার পরিপ্রেক্ষিতে তা প্রতিরোধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২১ জুলাই রাজ্য মন্ত্রিসভার কেবিনেটে প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হবার ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে রাজ্য সরকারের এই নিষেধাজ্ঞার আদেশ জেলার সব বিভাগীয় প্রধানকে জানিয়ে দিয়ে জেলায় তা কার্যকর করতে বলা হয়েছে। রাজ্য সরকারের এই আদেশে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি করা পাত্র ব্যবহার করতে বলা হয়েছে।