অবিরাম বৃষ্টি, জলে ভাসছে পাথারকান্দির তাপাদারপাড়া

পাথারকান্দি : দিন-কয়েক ধরে অবিরাম বৃষ্টিপাতের দরুন করিমগঞ্জ জেলার পাথারকান্দি শহরে অবস্থিত বাজার সংলগ্ন জাতীয় সড়কের পার্শ্ববর্তী তাপাদারপাড়ার একাংশ বসতবাড়ি ভাসছে জলে। বন্যার জলে ভাসছে এলাকার রাস্তা। বসতবাড়িতে জল ঢুকে পড়ায় চরম ভোগান্তির শিকার স্থানীয় মানুষ। বেশ কয়েকটি পরিবার জলবন্দি হয়ে পড়েছেন।
গ্রামে যাওয়ার প্রধান রাস্তাটিও জলের তলায় চলে গেছে। ফলে গ্রামের জনগণ চরম বিপাকে পড়েছেন। বন্যার্ত অনেকে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এলাকার ভুক্তভোগীরা জানান, বর্ষার মরশুমে প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে। ফলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে জলের পরিমাণও বাড়ছে। এ ব্যাপারে এলাকাবাসীরা জানান, তাঁরা বার-বার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু কোনও লাভ হয়নি। তাই আজ তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখে সমস্যা নিরসনে এলাকার ভুক্তভোগীরা বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলাশাসক মৃদুল যাদব এবং সার্কল অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।