Barak ValleyAssamNorth-East
উধারবন্দের গাড়ী মিস্ত্রির কন্যা আজিমা বেগম লস্করের স্বর্ণপদক লাভ কলা বিভাগে

সদ্য আসাম বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক বি.এ অনার্স বিষয় নিয়ে স্বর্ণপদক অর্জন করেছেন উধারবন্দ সমষ্টির অন্তগর্ত থাকা গোসাইপুর প্রথম খন্ডের একজন সাধারণ মোটর মেকানিক্সের কন্যা আজিমা বেগম লস্কর। আজ আজিমা বেগম লস্করের স্বর্ণপদক লাভ করাকে কেন্দ্র করে এক সম্বধনার সভার আয়োজন করেন গ্ৰামবাসী।
সম্বর্ধনা সভায় প্রথমে আজিমা বেগম লস্করকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় এবং উপস্থিত প্রত্যেকে এই দরিদ্র পরিবার থেকে অতি পরিশ্রমের দ্বারা পড়াশুনা করে স্বর্ণপদক লাভ করা আজিমা বেগম লস্করকে আন্তরিক ধন্যবাদ জানান। সেদিন উপস্থিত ছিলেন জিমা বেগমের মা-বাবা সহ সমাজসেবী নাজিম উদ্দিন চৌধুরী, ইউসুফ আলী বড়ভূইয়া, আজিজুল হক, মখলিসুর রহমান লস্কর, হুসেন আহমেদ লস্কর, সহ আরো বিশিষ্টজনেরা।