ঈদুল আজহা উপলক্ষে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার

মিনহাজুল আলম তালুকদার, করিমগঞ্জ : ঈদুল আজহা উপলক্ষে কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নেয় বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা। সুতারকান্দি হাফিজিয়া মাদ্রাসা ও সুতারকান্দি মডেল স্কুলের ২৮ জন ছাত্র-ছাত্রীকে লুঙ্গি, গেঞ্জি, খাতা, কলম, পেনসিল সহ নানা সামগ্রী প্রদান করেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন ও সদস্যা সঞ্চিতা ভট্টাচার্য। এছাড়াও আরো ৪০ জন পুরুষ মহিলার হাতে শাড়ি, নাইটি, ফ্রক, পেন্ট ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সভাপতি শ্যামল প্রসাদ চৌধুরী, হাজী নজরুল ইসলাম চৌধুরী, হামিমা আখতার চৌধুরী, সুহাদা আখতার লস্কর, ফাতিমা শবনম চৌধুরী, সলমা বেগম, সাহিল উদ্দিন, আমিনা বেগম, হোসেন আহমেদ, আশরাফুল ইসলাম লস্কর, শাহেল আহমেদ চৌধুরী, জাহিদ আহমেদ চৌধুরী, জফরুল আলম চৌধুরী প্রমুখ। বিভিন্ন এলাকায় শীঘ্রই বিতরণী অভিযান চালানো হবে বলে জানান সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন৷