Barak Valley
বদরপুরে বাংলাদেশী যুবক-যুবতীকে আটক

বদরপুর : সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় বদরপুর রেল পুলিশ রেল ষ্টেশন থেকে দুই বাংলাদেশী যুবক-যুবতীকে আটক করতে সক্ষম হয়েছে৷ জানা গেছে, এই দু’জন বাংলাদেশ থেকে কোনওভাবে বদরপুর রেলস্টেশনে চলে এসে এখানে ঘোরাঘুরি করছিল৷ খবরটি যায় BSF-র কাছে৷ BSF স্টেশনে এসে রেল পুলিশের সহযোগিতা চায় এবং স্টেশন চত্বরে তল্লাশি চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় যৌথ টিম৷ ধৃত যুবকের নাম মাসুম খান (৩৬) বাড়ি মডেলগঞ্জ৷ যুবতিটির নাম সোনিয়া আক্তার (২১) বাড়ি ঢাকায়৷ তারা আগরতলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে৷ এরপর কোনও ট্রেনে চেপে বেঙ্গালুরু যাওয়ার মতলবে ছিল তারা৷ তবে তার আগেই পুলিশ-BSF তাদের আটক করে৷ শনিবার তাদের বাংলাদেশে ফেরত পাঠায়৷