আজ করিমগঞ্জে রঞ্জিত দাস

করিমগঞ্জ : রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক, সাধারণ প্রশাসন এবং আইন ও ন্যায় বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস মঙ্গলবার করিমগঞ্জ জেলা সফর করবেন। সকাল ১০টায় মন্ত্রী রামকৃষ্ণ নগর উন্নয়ন খন্ডে পৌঁছে ওই উন্নয়ন খন্ডের অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখবেন। তারপর বেলা ১২টায় দুল্লভছড়া উন্নয়ন খন্ডে পৌঁছাবেন এবং ওই উন্নয়ন খন্ডের অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। দুল্লভছড়া থেকে বেলা ২টায় বাজারিছড়া পৌছাবেন মন্ত্রী এবং মধ্যাহ্ন ভোজন করবেন। এরপর বেলা ২টা ৪৫মিনিট থেকে লোয়াইরপোয়া উন্নয়ন খন্ডেও অনুরুপভাবে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। লোয়াইরপোয়া থেকে বিকাল ৪টা ৪৫মিনিটে করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছে দলের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। ওইদিনই সন্ধ্যা ৬টা ১০মিনিটে মন্ত্রী জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা বৈঠক করবেন। বৈঠক শেষে মন্ত্রী করিমগঞ্জে রাত্রি যাপন করে পরদিন সকালে শিলচর ফিরে যাবেন ।