পাথারকান্দিতে সেগুন কাঠ বোঝাই মিনি ট্রাক আটক

পাথারকান্দি : ত্রিপুরা থেকে অসমে পাচারের পথে সেগুন কাঠ বোঝাই একটি টাটা পিকআপ মিনিট্রাক ধরা পড়েছে পাথারকান্দিতে। গোপন খবরের ভিত্তিতে দলবল নিয়ে রবিবার ভোররাত প্রায় চারটা নাগাদ গাড়িটি আটক করেন জেলা বন বিভাগের এসিএফ সামস উদ্দিন লস্কর। জানা গেছে, টাটা পিকআপ গাড়িতে করে প্রায় ৮০ সিএফটি চেরা ফাইল জাতীয় সেগুন কাঠ ত্রিপুরা থেকে করিমগঞ্জে পাচারের মতলবে ছিল বিশেষ একটি পাচারচক্র।
কিন্তু আগাম খবর পেয়ে এসিএফ লস্কর পাথারকান্দির বন কর্মী সহ ব্যাটালিয়ন সঙ্গে নিয়ে গতরাতে কাঁঠালতলির কুর্তাছড়া এলাকায় অবস্থান করেন। আজ ভোরের দিকে গাড়িটি আসলে তাকে আটক করতে সক্ষম হলেও রাতের অন্ধকারে পালিয়ে গেছে চালক।
পরে কাঠ বোঝাই মিনিট্রাকটি পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ দফতর চত্বরে নিয়ে আসা হয়। বাজেয়াপ্তকৃত কাঠের বাজারমূল্য লক্ষাধিক টাকা হবে।