Barak ValleyAssamNorth-EastSports

সৌরভ ও সমাদৃতা সাহাকে সংবর্ধনা প্রদান

ক্রীড়া প্রতিনিধি, করিমগঞ্জ : ফুটবল দিয়েই করিমগঞ্জের পরিচিতি ছিল৷ এবার যুক্ত হয়েছে ক্রিকেট৷

করিমগঞ্জ জেলার জন্য ক্রিকেটে সুনাম কুড়িয়ে এনেছেন দুই উঠতি ক্রিকেটার সৌরভ দে ও সমাদৃতা সাহা৷ রাজ্যের বয়স ভিত্তিক দলে খেলার পাশাপাশি সৌরভ এখন পন্ডিচেরিতে জাতীয় ক্রিকেট একাডমির ক্যাম্পে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷ অন্যদিকে, আর একজন মহিলা ক্রিকেটার৷ তিনি সমাদৃতা সাহা৷ তিনি রাজ্য মহিলা অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলে স্থান লাভ করেন৷ তাই বিশেষ সাধারণ সভার আগে আজ রবিবার সন্ধ্যায় করিমগঞ্জ DSA উভয়কে সংবর্ধনা জানালো৷

তারা দু’জনকে ব্লেজার প্রদান করার পাশাপাশি উত্তরীয় দিয়ে বরণ করেন৷ তাদের হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া, স্মারক, উপহার ইত্যাদি৷

তুলে দেন, সংস্থার প্রাক্তন সচিব বিমান বিহারী সিনহা, সচিব সুদীপ চক্রবর্তী প্রমুখ৷ শহরের বঙ্গ ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন DSA-র আজীবন সদস্য সুখেন্দু বিকাশ পাল, করিমগঞ্জ DSA-র cricket শাখার chairman সঞ্জীব বণিক প্রমুখ৷

এদিন সংবর্ধনা অনুষ্ঠানে দুই ক্রিকেটারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়৷

অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হল DSA-র বিশেষ সাধারণ সভা৷ এতে সংবিধান সংবিধান সংশোধন ও সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়৷ নতুন ৩টি শাখা গঠনের প্রস্তাব পাশ হয়৷ সুইমিং ও সেল্ফ ডিফেন্স, আদার স্পোর্টস ও স্টেডিয়াম প্লেনিং শাখা৷ শাখা গঠন নিয়ে উপস্থিত সকলেই সমর্থন করেন৷

Show More

Related Articles

Back to top button