৯-১০ জুন সাংবাদিকদের প্রশিক্ষণ শিবির শিলচরে

পিএন সি : রবিবার শিলচরের ইলোরা হোটেলে বরাক উপত্যকায় সাংবাদিক সংস্থার এক সভা অনুষ্ঠিত হয়।সংস্থার সভাপতি হারাণ দের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় বরাক উপত্যকার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এতে সিদ্ধান্ত নেয়া হয় যে আগামী সেপ্টেম্বর মাসের নয় ও দশ তারিখে দুদিনের কার্য সূচী নিয়ে শিলচরে সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে।এছাড়া প্রত্যন্ত এই বরাক উপত্যকার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে জুন মাসে সংস্থার একটি প্রতিনিধি দল দিশপুরে মূখ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে।
এই বৈঠকে সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হাই লস্কর সহ ইউসুফ আলী বরভূইঞা, সন্তোষ চন্দ, খাইরুল আলম মজুমদার বিজয় দাস শরিফ উদ্দিন, সঞ্জীব সিং আফতাব উদ্দিন বড়ভূইঞা, ও রাজূ দে প্রমুখ বক্তব্য রাখেন। কয়েকজন বক্তা সাম্প্রতিক কালে সাংবাদিকদের যে হেনস্থার খবর পাওয়া যায় এর প্রতিরোধ কল্পে ব্যাবস্থা নিতে সংস্থার প্রতি অনুরোধ জানালে এর উত্তরে সংস্থার সভাপতি হারাণ বাবু এ বিষয়ে সংস্থা যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলে সদস্যদের আশ্বাস দেন।