Barak Valley

কবি সুকান্তের জন্মদিবস করিমগঞ্জে

করিমগঞ্জ : বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি ও গীতবিতান সঙ্গীত মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে করিমগঞ্জে উদযাপন করা হল কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৭তম জন্মদিবস৷ মঙ্গলবার সকালে জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে থাকা সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শিবাণী বিশ্বাস, গৌতম চৌধুরী, বিষ্ণুপদ নাগ, সুপ্রিয় দেব, প্রতীমরাজ ভট্টাচার্য, নির্মাল্য দাস, মীরা চক্রবর্তী, প্রশান্ত গগৈ, শিবাণী গুপ্ত৷ অনুষ্ঠানে স্ব-রচিত কবিতা ও আবৃত্তি করেন শিবাণী বিশ্বাস, শিবাণী গুপ্ত, চান্দ্রেয়ী দেব, বিশ্বজিৎ দাস৷ বক্তব্য রাখেন ড. গীতা সাহা, অভিযান মজুমদার৷ সমবেত সঙ্গীত পরিবেশন করেন লাভলি দেব সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button