Updates

হাইলাকান্দিতে আজ থেকে মাস ব্যাপী খাজনা আদায়ের ক্যাম্প

জনসংযোগ, হাইলাকান্দি, ৩১জুলাই : হাইলাকান্দি জেলায় খাজনা আদায়ের উদ্দেশ্যে আগস্ট মাস ব্যাপী বিভিন্ন জিপিতে ক্যাম্প স্থাপন করা হবে। জেলার তহশিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, ১ এবং ২ আগস্ট আলগাপুর জিপি কার্যালয়ে, আপিন- রংপুর কার্যালয়ে, বড়বন্দ জিপি কার্যালয়ে এবং বাহাদুরপুর জিপি কার্যালয়ে খাজনা আদায়ের শিবির খোলা হবে। অনুরূপভাবে ৩ আগস্ট পাচগ্রাম জিপি কার্যালয়ে, ধলাই-মলাই জিপি কার্যালয়ে, নিশ্চিন্তপুর জিপি কার্যালয়ে এবং বাঁশডর-বড়হাইলাকান্দি জিপি কার্যালয়ে খাজনা আদায়ের শিবিরের আয়োজন করা হয়েছে। এরপর ৫ ও ৬ আগস্ট সৈদবন্দ জিপি কার্যালয়ে, দিননাথপুর জিপি কার্যালয়ে, ভাওয়ারঘাট জিপি কার্যালয়ে এবং ভাটিরখোপা জিপি কার্যালয়ে খাজনা আদায়ের শিবির বসবে। এভাবে আগস্ট মাসব্যাপী জেলার বিভিন্ন গাঁও পঞ্চায়েত কার্যালয়ে শিবির চলবে। জমি মালিকদের কে তাদের চলতি সনের খাজনা এবং বকেয়া সনের খাজনা জমা দিতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button