Updates

হিট অ্যান্ড রান! জানিগঞ্জে মাতাল চালকের তাণ্ডব, গাড়ি ভাঙচুর

ব্যালেনোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি, জখম কয়েকজন পথচারীও

শিলচরে প্রকাশ্য দিবালোকে হিট এন্ড রানের মতো ভয়ংকর ঘটনা‌।

সুস্মিতা দাস, শিলচর : সোমবার শিলচরে প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয় হিট এন্ড রানের মতো এক ভয়ংকর ঘটনা‌। শহরের অতি ব্যস্ততম এলাকা জানিগঞ্জে সংঘটিত এই ঘটনায় এক সময় আতঙ্কিত হয়ে পড়েন পথচারী সহ স্থানীয় ব্যবসায়ী মহল। প্রাণের বাজি রেখে স্থানীয় যুবকরা গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও ক্ষতিগ্রস্ত হয় বেশকটি ছোটবড় বাহন।

স্থানীয় সূত্রের খবর, এদিন বিকেলে একজন চালক মদ্যপ অবস্থায় একটি বলেনো গাড়ি নিয়ে জানিগঞ্জ এলাকা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন পথচারীকে আঘাত করে। তারপর তীব্র গতিতে পালাতে গিয়ে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত করে এই চালক। পরে স্থানীয়রা অনেক কসরত করে এই মাতাল চালকে নিয়ন্ত্রণ করে গাড়ি সহ পুলিশের হাতে তুলে দেন।

Show More

Related Articles

Back to top button