EntertainmentBarak Valley
বরাক উপত্যকা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ১০, ১৫, ১৭ নভেম্বর

করিমগঞ্জ : বরাক উপত্যকা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে পরণ দ্য ব্যালটশপ সংঘটন৷ এই সংঘটন বরাক উপত্যকার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক সুবিদিত নাম৷ এই সংস্থার ব্যবস্থাপনায় আগামী ১০, ১৫ ও ১৭ নভেম্বর করিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বরাক উপত্যকা ভিত্তিক এক বিরাট সাংস্কৃতিক প্রতিযোগিতা৷
এতে থাকছে রবীন্দ্র সংগীত, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি (বাংলা ও ইংরেজি), সৃজনশীল নৃত্য ও কত্থক নৃত্যের প্রতিযোগিতা৷ এতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক শিক্ষা ও সঙ্গীত প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে৷ সবার সহযোগিতা ও অংশগ্রহণে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি সার্থক হয়ে উঠবে বলে মনে করেন সংস্থার কর্মকর্তারা৷ এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়৷ এখবর জানান সংস্থার সম্পাদক বাসব চক্রবর্তী৷