চুড়াইবাড়িতে ৫০ লক্ষ টাকার কফ সিরাপ বোঝাই লরি বাজেয়াপ্ত, ধৃত এক

বাজারিছড়া, ২০ জুন : ত্রিপুরায় পাচারের পতে ফের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়ার চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের অভিযানে ধরা পড়েছে প্রায় ৫০ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ বোঝাই লরি। এর সঙ্গে আটক করা হয়েছে লরির চালককে।
চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ মঙ্গলবার সকালে পুলিশের রুটিন তালাশির সময় এনএল ০১ এডি ৭৮৪৯ নম্বরের একটি ১২ চাকার কম্বল বোঝাই লরি থেকে ২৪ কার্টুনে ২,৪০০ শিশি নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করেছেন তাঁরা। বাজেয়াপ্তকৃত কফ সিরাপগুলির কালোবাজারে মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা হবে। মাদক দ্রব্য পাচারের অভিযোগে আটক করা হয় লরি চালক রাধেশ্যাাম দেববর্মাকে। তার বাবার নাম গঙ্গাজয় দেববর্মা। বাড়ি ত্রিপুরার ধলাই জেলার কচুছড়া থানাধীন জানথুম গ্রামে।
পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে। ধৃত রাধেশ্যানম দেববর্মাকে গ্ৰেফতার করা হয়েছে বলে জানান তিনি।