Barak Valley

করিমগঞ্জের পাথুতে উদ্ধার যুবকের ঝুলন্ত লাশ

পাথু (করিমগঞ্জ), ১৫ এপ্রিল : নববর্ষের প্রথমদিনেই অঘটন। জনৈক যুবকের গলায় দড়ি দিয়ে ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে করিমগঞ্জ সদর থানাধীন পাথু এলাকায়। মৃতের নাম জমির উদ্দিন (২২)। সে স্থানীয় আব্দুল কাইয়ুমের পুত্র বলে পরিচয় শনাক্ত হয়েছে।

আজ শনিবার ভোরে তার ঝুলন্ত লাশ উদ্ধার হয় পাথু মহিশাসন স্কুলের বারান্দায়। আত্মহত্যা না হত্যা, এ নিয়ে ধন্দে পুলিশ। ময়নাত তদন্তের রিপোর্ট ছাড়া ঘটনা সম্বন্ধে কোনও কিছু বলতে চাইছে না পুলিশ।

জানা গেছে, কিছু দিন আগে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিল জমির উদ্দিন। পাথু মহিশাসন হাইস্কুল সংলগ্ন স্থানীয় পাথু বাজারে তার একটি মুদির দোকান রয়েছে। গত কয়েকদিন থেকে রাতে তার মুদির দোকানেই ঘুমোত। গত রাতে ভোরে রমজানের সেহরি খাওয়ার সময় বাড়িতে না আসায় খোঁজ শুরু হয় তার। এর পর পরিবারের লোকেরা বাজারে ছুটে গেলে হাইস্কুলের বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সাতসকালে করিমগঞ্জ সদর পুলিশকে ঘটনাটি জানানো হয়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উদ্ধার করে সদর পুলিশ। ময়না তদন্তের পর তার দাফনকার্য সম্পন্ন হয়েছে গ্রামের বাড়িতে।

Show More

Related Articles

Back to top button