করিমগঞ্জ বিবেকানন্দ কেন্দ্রে গুরুপূর্ণিমা পালিত

করিমগঞ্জ : গুরুপূর্ণিমা উপলক্ষে সোমবার মিশন রোডের অরবিন্দ সোসাইটিতে বিবেকানন্দ কেন্দ্রে কন্যাকুমারী করিমগঞ্জ নগর শাখার উদ্যোগে গুরুপূর্ণিমা অনুষ্ঠান আয়োজন করা হয়৷ তিনবার ওঙ্কার মন্ত্রের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ড. তনুশ্রী ঘোষ, নিখিল রঞ্জন দাস, ঝর্ণা ভট্টাচার্য, রঞ্জিত দেব ও বিষ্ণু পদ নাথ৷ পরবর্তীতে গুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত কর্মকর্তারা৷
স্বাগত বক্তব্য রাখেন ড. তনুশ্রী ঘোষ৷ গুরুপূর্ণিমার তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন শ্যামল প্রসাদ চৌধুরী ও প্রবাল রঞ্জন দেব৷ উদ্বোধনী সঙ্গীত ‘তুমি নির্মল কর …. … …’ পরিবেশন করেন গীতবিতান সাংস্কৃতিক সংস্থার শিল্পী অলোকা দে স্বামী, অনামিকা দাস, মঞ্জুরী চৌধুরী, তুলসী দাস৷ পরবর্তীতে বিশিষ্ট শিক্ষাবিদ তথা বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন কার্যকরী সভাপতি রবীন্দ্র অধ্যাপককে উত্তরীয় ও স্মারক সম্মান তুলে দেওয়া হয়৷
একক সঙ্গীত পরিবেশন করেন অলোকা দে স্বামী৷ সপ্তসুর সাংস্কৃতিক সংস্থার পক্ষে সৌম্যজিত মজুমদার সঙ্গীত পরিবেশন করেন৷ শিশু শিল্পী অনামিকা দাস ‘হে গোবিন্দ রাখো চরণে’ গানটি পরিবেশন করেন৷ সমবেত সঙ্গীত ‘ভারত এবার জগত সভায় … … …’ এবং ওঙ্কার শান্তি মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷ তবলায় সহযোগিতা করেন চিরঞ্জিত অধিকারী, পারকাশনে বিষ্ণুপদ নাগ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুচন্দনা দেব সরকার৷