Barak Valley
বিজেপির রাষ্ট্রীয় সম্মেলনে করিমগঞ্জের প্রতিনিধি দল

করিমগঞ্জ : ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সম্মেলনে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে৷ দেশের সব জেলা থেকে দলীয় কর্মীরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন৷ করিমগঞ্জ জেলা থেকে ১২ জনের এক প্রতিনিধি দল অংশ নেবে৷ তালিকায় রয়েছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, সাংসদ কৃপানাথ মালাহ, রাজ্য পরিবহণ নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, রাষ্ট্রীয় সদস্য মুণ স্বর্ণকার, কাছাড় জেলার প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, রামকৃষ্ণনগর পৌরসভার সভানেত্রী প্রতিমা নাথ, শিলচর লোকসভার বিস্তারক কৃষ্ণ দাস, অমরেশ রায় এবং সুদীপ চক্রবর্তী৷