Barak Valley
বেঙ্গালুরুতে খুন বদরপুরের যুবক

বদরপুর : ফের বরাক উপত্যকার যুবক খুন বহির্রাজ্যে৷ এবার বেঙ্গালুরুতে খুন বদরপুর ঘোড়ামারার এলাকার রাজেশ দাস নামের এক যুবক৷ জানা গেছে, রাজেশ কাজের জন্য বেঙ্গালুরু গিয়েছিল৷ বেঙ্গালুরু সূর্যনগর থানার অন্তর্গত একটি এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন৷ পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে৷ এই মর্মান্তিক দুর্ঘটনার পর পরিবারের লোকজন মৃতদেহ বেঙ্গালুরু থেকে আনতে পারেননি৷ কারণ খুবই অসহায় পরিবার৷ অর্থের অভাবে বেঙ্গালুরুতে তার শেষকৃত্য সম্পন্ন হয়৷ এদিকে, পরিবারের দাবি, অসম সরকারের মাধ্যমে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করার আহ্বান জানান৷